আমি তোমাকে ভালবাসি,,?
আমি তোমাকে ভালবাসিবহুল কথিত তিনটি শব্দের একটি বাক্য। এ তিন শব্দের যাদুতে কাবু হয় না এমন মেয়ে এ দুনিয়ায় নেই। তবে সঠিক সময়ে, সঠিক পরিবেশে এবং সঠিকভাবে তা বলা চাই। সম্পর্কের যেকোনো পর্যায়ে এ কথা বলা যায়। তবে খুব বেশি বেশি বলাটা ভাল দেখায় না। তবে যতবার আপনি বলবেন, এক অদ্ভুত পুলকে ভরে যাবে প্রেমিকার মন।
ছেলেদের পক্ষ থেকে এ কথাটি শুনতে রীতিমত অপেক্ষা করে একটি মেয়ে, বললেন এক্সপার্টরা। আপনি যতবার বলবেন ততবারই মেয়েটি অনুভব করবে যে আপনি তাকে ভালবাসেন, ভালবাসবেন এবং আরো বেশি ভালবাসতে চান।
যে মেয়েটি কে পটাতে চাইছেনযে
মেয়েটি কে পটাতে চাইছেন তারসাথে যদি হটাৎ করে কোনো জায়গায় দেখা হয়ে যায় তাহলে আপনি এমন কথা বলুন যেনো মনে হয় আপনি তার কথাই ভাবছিলেন।
মেয়ে মেয়ে আপনার প্রতি দুর্বল
মেয়ে মেয়ে আপনার প্রতি দুর্বল হচ্ছে না? তাকে দাম দিন । প্রশংসা করুন- তবে মেপে মেপে । শরীর নিয়ে ভুলেও প্রশংসা করবেন না । করলে বিপুল মাইনাছ!! তার কাজকে গুরুত্ব দিন । কোন গুণ থাকলে তার প্রশংসা করুন । পোষা প্রাণী থাকলে ওটারও প্রশংসা করুন(আপনার পছন্দ না হলেও,।
1 Comments
আমি তোমাকে ভালোবাসি
ReplyDelete